নিজস্ব প্রতিবেদক: নাটোরে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচি পালন করতে দেয়নি আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। আজ সোমবার সকালে জেলা বিএনপির নেতা কর্মীরা তাদের দলীয় কার্যালয়ে আসার প্রস্তুতি নিলে তাদের মোড়ে মোড়ে বাধা দেয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। এ সময় তারা জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজকে পিটিয়ে জখম করে বলে জেলা বিএনপি’র পক্ষ থেকে অভিযোগ করা হয়। এ ছাড়াও শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মোটরসাইকেল শো-ডাইন দেয়া শুরু করে আওয়ামী লীগ। পরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে তারা লাঠি সোটা হাতে নিয়ে অবস্থান নেয় এবং বিক্ষোভ করতে থাকে। এ সময় বিএনপি কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা ছিল।
আরও দেখুন
লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …