নিজস্ব প্রতিবেদক:সারাদেশে অসহনীয় লোডশেডিং, বারবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎখাতে নজির বিহীন দূর্ণীতির প্রতিবাদে নাটোরে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আলাইপুর বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসুচি শেষে দলীয় নেতা কর্মিরা নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের অসহনীয় দূর্নীতির কারনে দেশে আজ বিদ্যুৎ এর অসহনীয় লোডশেডিং দেখা দিয়েছে। এই সরকারের সবাই মিলে দেশটাকে গিলে খাওয়ার পাঁইতারি করছে। দেশের মানুষকে তাদের কবল থেকে বাঁচাতে বিএনপির এই আন্দোলন চলবে।
আরও দেখুন
বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে মো.মোখলেস হোসেন নামে একজনকে …