রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বিএনপি’র অবস্থান কর্মসুচি ও ইফতার মাহফিলের মঞ্চ ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাটোরে বিএনপি’র অবস্থান কর্মসুচি ও ইফতার মাহফিলের মঞ্চ ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: 

নাটোরে জেলা বিএনপি’র অবস্থান কর্মসুচি ও ইফতার মাহফিলের মঞ্চ ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে শহরের আলাইপুরস্থ দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ।

লিখিত বক্তব্যে বলা হয় বিএনপি’র ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্রীয় কর্মসুচি অনুযায়ী শহরের আলাইপুরস্থ উপশহর মাঠে তাদের অবস্থান কর্মসুচি ও ইফতার মাহফিলের জন্য প্রশাসনের অনুমতি নিয়ে মঞ্চ নির্মান করা হচ্ছিল।
গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ১৫/২০ টি মোটর সাইকেলে করে এসে তাদের  নির্মীয়মান মঞ্চটি ভেঙ্গে অগ্নিসংযোগ করে চলে যায়। তারা এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবী জানান। একই সাথে তারা আগামী ১লা এপ্রিল তাদের নির্ধারিত স্থানে এবং সময়ে তাদের পূর্ব নির্ধারিত কর্মসুচি অনুষ্ঠিত করবেন বলে ঘোষণা দেন।

একই স্থানে ও সময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে মাইকিং করে শান্তি সমাবেশের যে ঘোষণা দেওয়া হয়েছে সেক্ষেত্রে তারা কি করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জেলা বিএনপি’র আহবায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু জানান, বিষয়টি পুলিশকে জানিয়েছেন। তবে তাদের এ কর্মসুচি পালন গণতান্ত্রিক অধিকার এবং পূর্ব ঘোষিত কর্মসুচি তারা পালন করবেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ দলের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শণ করেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …