রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত

নাটোরে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে যাত্রীবাহী বাস এবং মাছবাহি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাছবাহী ট্রাকের চালক হাসিবুল ইসলাম শাকিল নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ট্রাকে থাকা তিন মাছ ব্যবসায়ী। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। আজ ২৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত সোয়া ২ টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের ডাল সড়ক নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল ইসলাম শাকিল যশোর জেলার কোতোয়ালি থানার কুসুমদিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে।

এলাকাবাসী এবং পুলিশ জানায়, আজ রাত সোয়া দুইটার দিকে বগুড়া গামী একটি মাছের পিকআপ গাড়ির সাথে নাটোর গামী গোল্ডেন লাইন নামক যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের চালক হাসিবুল ইসলাম শাকিল মৃত্যুবরণ করে। অপরদিকে ট্রাকে থাকা আরও তিনজন যশোর জেলার কোতোয়ালি থানার কুসুমদিয়া গ্রামের দিলীপ বিশ্বাসের ছেলে তরুণ বিশ্বাস (২৬) একই এলাকার বাবু, রনি। পরবর্তীতে ফায়ার সার্ভিস এর উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

এদের মধ্যে আহত তরুনের অবস্থা আশঙ্কাজনক।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …