সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বাস চাপায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু

নাটোরে বাস চাপায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু



নিজস্ব প্রতিবেদক:
নাটোরের শহরতলীর দিঘাপতিয়া এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে বাস চাপায় আজাহার আলী প্রামানিক(৬০) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আজাহার নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ঢাকোপাড়া গ্রামের মৃত কাঁচু প্রাসানিকের ছেলে। আজ শনিবার সন্ধ্যার আগে এই দুর্ঘটনাটি ঘটে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও স্থানীয়রা জানান, আজাহার আলী তার বাইসাইকেল যোগে দিঘাপতিয়া বাজার থেকে ফুলতলা বাজারে যাচ্ছিলেন। পথে নাটোর নাটোর-বগুড়া মহাসড়কের দিঘাপতিয়া ও ফুলতলা এলাকার মাঝামাঝি এলাকায় নাটোর থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে আহত আজাহার আলীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মরদেহটি বর্তমানে নাটোর সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ বাসটিকে আটক করলেও চালক বা তার সহযোগী কাউকে আটক করতে পারেনি।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …