সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বাসের চাপায় মোটারসাইকেল চালক নিহত 

নাটোরে বাসের চাপায় মোটারসাইকেল চালক নিহত 

নিজস্ব প্রতিবেদক: 

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় নজরুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের ভাটোদ্বারা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত নজরুল ইসলাম একই এলাকার মৃত সোলেমান আলীর ছেলে।  

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ও স্থানীয়রা জানায়, আজ সকালে নজরুল ইসলাম তার মোটর সাইকেল যোগে পার্শবর্তী দিঘাপতিয়া বাজারে যায় দুধ কেনার জন্য। দুধ ক্রয় করে দিঘাপতিয়া বাজার খেকে বাড়ীতে ফেরার পথে ভাটোদ্বারা এলাকায় নাটোর-বগুড়া মহাসড়ক পার হতে গেলে পাবনা থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রীবাহী বাস তাকে সামনের দিক থেকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই নজরুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং বাসটি জব্দ করে। তবে বাসের চালক পালিয়ে যায়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …