নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে বাসের চাপায় বনপাড়া হাইওয়ে থানার কনস্টেবল ফিরোজ আহমেদ এর মৃত্যু হয়েছে। আজ ৫ আগস্ট শুক্রবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আজ শুক্রবার দুপুরে হাড়োয়া সরকারপাড়া মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় ফিরোজ আহমেদ কে লালপুর গামী রাফি পরিবহন নামের একটি বাস চাপা দেয়। এসময় কনস্টেবল ফিরোজ গুরুতর ভাবে আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে বসটি বনপাড়া হাইওয়ে থানায় জব্দ রয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওয়নের পুলিশ সুপার মুন্সী সাহাবুদ্দিন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …