নিজস্ব প্রতিবেদক:
ধনিক তোষণ ও গরিব গরিব শোষনের বাজেট বিদ্যুৎ খাতে দূর্নীতি ও ভুল নীতির প্রতিবাদে নাটোরে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ মঙ্গলবার বেলা ১২ টায় নাটোর প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বাম জোটের সমন্বয়ক নির্মল চৌধুরি, বাসদ জেলা সমন্বয়ক দেবাশীষ রায়, বাসদ সদস্য সচিব মোবারক হোসেন, বাসদ সদস্য কোরবান আলী, মহিলা ফোরামের সভাপতি আলেয়া বেগম, সিপিবি জেলা নেতা চন্দন সিদ্ধান্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই সময় বক্তারা বলেন এই বাজেট সাধারণ জনগন প্রত্যাখান করেছে এই বাজেট বড় লোকের বাজেট। এই বাজেট গরিব মারার বাজেট এ বাজেটে গরিবেরা আরো গরিব হবে আর ধনীরা বড় লোক হবে। সরকার জনগনের কথা মুখে বললেও আসলে জনগনের কথা ভাবেনা। চাল, ডাল নিত্যপ্রয়জনীয় দ্রব্যর দাম যে ভাবে বাড়ছে তাতে নিম্ন আয়ের মানুষ আজ দিশেহারা হয়ে পড়ছে।