বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নাটোরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) নাটোর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য ও নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা বিউটি আহমেদ, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি তনু দাস সহ বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদিকা।

এ সময় বক্তারা মহিলা আওয়ামী লীগের আত্মত্যাগ ও কার্যকারিতা আলোচনা করেন এবং সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার …