নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহাতাব এর মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শুক্রবার বেলা ১১ টার দিকে আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ মৎস্যজীবী দলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মৎস্যজীবী দলের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহায়ক শহিদুল ইসলাম বাচ্চু,সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন,মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক মুকুল রহমান সহ দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন মৎস্যজীবী দল দূর সময়ে যে ভাবে ঐক্যবদ্ধ ছিলো এখন ও যেন ঠিক সেই ভাবেই দলের ঐক্য ধরে রেখে সামনের দিন এগিয়ে যাবে। মৎস্যজীবী দলের কাছে অনুরোধ থাকবে যারা প্রকৃত মাছের সাথে জড়িত আছেন আমরা এমন একটা দেশের মানুষ যে মাছ খেতে আমরা অভ্যাস্ত।আজ বেশ কিছু মাছের প্রজাতি বিলুপ্তির পথে যদি সম্ভব হয় কৃত্রিম উপায়ে হোক আর প্রাকৃতিক উপায়ে হোক এই মাছ গুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …