নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নাটোরে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের আয়োজনে আজ ১৮ ডিসেম্বর বিকেল তিনটার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে এই বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
সেখানে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উমা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলার, সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপনসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মঞ্চের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …