নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নে স্থাপনদীঘি উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। তিন তলা বিশিষ্ট এই ভবন অবকাঠামোটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। বন্যা উপদ্রুত সিংড়ার এই আশ্রয়কেন্দ্রে এক হাজার পরিবার বন্যাকালীন আশ্রয় নিতে পারবে।
রোববার (২৩ মে) সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সাথে এই আশ্রয় কেন্দ্রটি উদ্বোধন করেন। মুজিববর্ষ উপলক্ষে এই আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। চৌগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলা জানান, প্রায় ৩ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই আশ্রয় কেন্দ্রটি নির্মাণে দীর্ঘদিনের দাবী ছিলো চৌগ্রামবাসীর। আশ্রয় কেন্দ্রটি নির্মাণের ফলে বন্যাসহ যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্থানীয় জনগণ এখানে অবস্থান করতে পারবে। বন্যা দূর্গত সিংড়ায় আশ্রয়কেন্দ্রটি নির্মাণ সম্পন্ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রতি কৃতজ্ঞতা জানাই।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, প্রতিমন্ত্রীর একান্ত সচিব ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
আরও দেখুন
নাটোরের মহাশ্মশানে হত্যাকান্ডের ঘটনায় এক যুবক চট্রগ্রাম থেকে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়হরিশপুর কেন্দ্রীয় মহাশ্মশানে চুরি ও সেবাইত তরুন দাস হত্যাকান্ডের ঘটনায় সবুজ হোসেন …