সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরে বন্ধন সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ

নাটোরে বন্ধন সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে বন্ধন সমাজ কল্যাণ সংস্থার ৫ম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে নাটোরের তেবাড়িয়া ইউনিয়নের বনবেলঘড়িয়া বাজারে ১২০ জন দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের উপস্থিত ছিলেন।

বন্ধন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আতিকুর রহমান লাল ও সাধারণ সম্পাদক আমির হোসেন আমির জানান, প্রতিবছরের ন্যায় এবারও সংস্থার সকল সদস্যের ব্যক্তিগত অর্থ একত্রিত করে সেই অর্থ দিয়ে এলাকার দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে ১২০টি কম্বল বিতরণ করা হয়। আগামীতেও নানাবিধ সামাজিক সেবামূলক কাজে বন্ধন সমাজ কল্যাণ সংস্থাকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সভাপতি লাল ও সাধারণ সম্পাদক আমির।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …