নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে বন্ধন সমাজ কল্যাণ সংস্থার ৫ম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে নাটোরের তেবাড়িয়া ইউনিয়নের বনবেলঘড়িয়া বাজারে ১২০ জন দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের উপস্থিত ছিলেন।
বন্ধন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আতিকুর রহমান লাল ও সাধারণ সম্পাদক আমির হোসেন আমির জানান, প্রতিবছরের ন্যায় এবারও সংস্থার সকল সদস্যের ব্যক্তিগত অর্থ একত্রিত করে সেই অর্থ দিয়ে এলাকার দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে ১২০টি কম্বল বিতরণ করা হয়। আগামীতেও নানাবিধ সামাজিক সেবামূলক কাজে বন্ধন সমাজ কল্যাণ সংস্থাকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সভাপতি লাল ও সাধারণ সম্পাদক আমির।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …