রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরে বনপাড়া-হাটিকুমরুল ও পাবনা মহাসড়কে যানজট

নাটোরে বনপাড়া-হাটিকুমরুল ও পাবনা মহাসড়কে যানজট


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বনপাড়া হাটিকুমরুল ও বনপাড়া-পাবনা মহাসড়কে যানজট চরমে। এতে ভোগান্তিতে হাজার হাজার মানুষ। আটকে আছে শত শত পরিবহন।

হাইওয়ে পুলিশ জানায়, গতকাল রাতে মুলাডুলি রেলগেট এলাকায় রেললাইন সংস্কার কাজ করার জন্য নাটোর-পাবনা মহাসড়ক বন্ধ ছিল। সকালে সংস্কার কাজ শেষ হয়। কিন্তু আজ সকাল থেকেই গণপরিবহন খুলে দেওয়ায় পরিবহনের চাপ বৃদ্ধি পায় মহাসড়কে। এতে জ্যামে আটকা পড়ে শতশত পরিবহন তার সাথে সৃষ্টি হয় প্রায় ২০ কিলোমিটার ব্যাপী যানজটের।

পুলিশ যানজট নিরসনে কাজ করছে এবং দ্রুত যানজট নিরসন করতে পারবেন বলে তারা জানান। 

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …