আবু মুসা বড়াইগ্রাম থেকে
নাটোরের বড়াইগ্রামে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। নিতাইনগরের মােল্লা বাড়ি চ্যারিটি মেডিক্যাল সেন্টার অমরা-শুকজাহান ফাউন্ডেশনের উদ্যােগে ও অর্থায়নে এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান ভূমি মন্ত্রনালয় একাউন্ট সুপারিন্টেনডেন্ট এনামুল হকের সভাপতিত্বে আয়ােজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে রােগী দেখে পরামর্শ পত্র প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এমডি কাের্স অধ্যয়নরত ডাঃ মোঃ মুজিবুল হক সবুজ (বিসিএস, স্বাস্থ)। পরামর্শ পত্রানুসারে হতদরিদ্র ও সাধারণ রোগান্তরদের মাঝে বিনামূল্য ঔষধ বিতরণ করেন মেডিক্যাল ক্যাম্পের সভাপতি এনামুল হক। তিনি জানান, শুক্রবার এক শত বিশ জন রােগীকে পরামর্শ পত্র প্রদান করা হয় এবং হতদরিদ্র পঞ্চাশ জনকে বিনামূল্য ঔষধ দেয়া হয়। তিনি আরা জানান, এলাকার জনগণ যেন মানসম্মত চিকিৎসা সেবা পায় সে লক্ষ্যে অমরা-শুকজাহান ফাউন্ডেশনের উদ্যােগে ও অর্থায়নে প্রতি শুক্রবার চ্যারিটি মেডিক্যাল সেন্টার একজন দক্ষ এমবিবিএস চিকিৎসক দ্বারা স্বাস্থ সেবা প্রদান করা হবে এবং হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে নূন্যতম ঔষধও প্রদান করা হবে। এ অমরা-শুকজাহান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী ইঞ্জিনিয়ার ডঃ মােজাম্মেল হক।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …