সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বটি দিয়ে নিজের গলা কেটে এক যুবকের আত্মহত্যা

নাটোরে বটি দিয়ে নিজের গলা কেটে এক যুবকের আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বনপাড়ায় বটি দিয়ে নিজের গলা কেটে শরিফুল ইসলাম সোহেল (৩৫} নামের এক যুবক আত্মহত্যা করেছে। আজ ৪ আগস্ট বৃহস্পতিবার দুপুর পৌনে বারোটার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর নতুন পাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। শরিফুল ইসলাম সোহেল একই এলাকার মাহমুদুল্লাহ’র ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, আজ সকালে পারিবারিক সমস্যার জের ধরে সোহেল হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এর কিছুক্ষণ পরে নিজের সয়নকক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর নিজের গলাই নিজেয় বটি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার আত্মীয়-স্বজন বিষয়টি টের পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …