রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বঙ্গোজ্জ্বল কালী মন্দির কমিটির ডেঙ্গু প্রতিরোধে সামাজিক উদ্যোগ

নাটোরে বঙ্গোজ্জ্বল কালী মন্দির কমিটির ডেঙ্গু প্রতিরোধে সামাজিক উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বঙ্গোজ্জ্বল মোড়ে অবস্থিত অর্ধবঙ্গেশ্বরী রাণীভবানী কর্তৃক প্রতিষ্ঠিত বঙ্গোজ্জ্বল কালী মন্দির এর কার্যনির্বাহী কমিটি ডেঙ্গু রোগ প্রতিরোধকল্পে সামাজিক উদ্যোগ হিসেবে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে। বুধবার দুপুর আড়াইটা থেকে ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।

বঙ্গোজ্জ্বল কালী মন্দির কমিটির সভাপতি সুদীপ কুমার সরকার ও সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষের নেতৃত্বে মন্দিরের সকল সদস্য মিলে উপর বাজার মোড় থেকে বঙ্গোজ্জ্বল এর ট্রমা সেন্টার পর্যন্ত রাস্তার দুইপাশ, ড্রেন সহ বিভিন্ন জায়গায় জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কারের মাধ্যমে একটি সামাজিক উদ্যোগ পরিচালিত হয়।

এ সময় বিভিন্ন জায়গায় জমে থাকা পানি অপসারণ ও এডিস মশা জন্মাতে পারে এমন জায়গাসমূহ পরিস্কার পরিচ্ছন্ন করে মন্দির কমিটির সদস্যবৃন্দ। এতে এলাকাবাসী বঙ্গোজ্জ্বল কালী মন্দির কমিটির এই উদ্যোগকে স্বাগত জানান এবং সকলে এ বিষয়ে সচেতন হন বলে জানান সাধারণ সম্পাক বিপ্লব কুমার ঘোষ।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …