সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) শুরু

নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) শুরু

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) শুরু হয়েছে। আজ বুধবার স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা। টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় তেবাড়িয়া বনাম ছাতনী ইউনিয়ন প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় ছাতনী ইউনিয়ন ৩-১ গোলে বিজয়ী হয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।  

আগামী ১৫ জুন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …