সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত

নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত

নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার বিকালে পৌরসভার ০৮নং ওয়ার্ডের বুড়া দড়গা জামে মসজিদে বাদ আসর নামাজ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়েছে। 

উপস্থিত ছিলেন নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল। ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওমর আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপুল, নাটোর এনএস সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি এস এম শাহাদাত হোসেন রাজিব, সাধারণ সম্পাদক রেয়ন,যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হৃদয়, ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু জানান, ধারাবাহিক ভাবে নাটোর পৌরসভার প্রতিটা ওয়ার্ডের দুটি করে মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও তাঁর পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা দোয়া ও তবারক বিতরণ করা হবে ।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …