মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বঙ্গবন্ধু -বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ গোল্ডকাপ টুর্নামেন্ট(অনুর্ধ-১৭)-২০২৩ এর উদ্বোধন

নাটোরে বঙ্গবন্ধু -বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ গোল্ডকাপ টুর্নামেন্ট(অনুর্ধ-১৭)-২০২৩ এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অনুর্ধ-১৭)-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সনদস্য শফিকুল ইসলাম শিমুল।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, জেলা ক্রীড়া াফিসার রফিকুল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সহ সংশ্লিষ্টরা।

উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে বাগাতিপাড়া উপজেলা নাটোর পৌরসভা দলকে ০২-০১ গোলে পরাজিত করে। অপরদিকে বালিকাদের খেলায় বাগাতিপাড়া উপজেলা নাটোর পৌরসভার বিরুদ্ধে অংশ নেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য আজ শুক্রবার এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়ে চলবে ২ অক্টোবর পর্যন্ত চলবে। টুর্নামেন্টে জেলা ৭টি উপজেলা ও নাটোর পৌরসভা দল অংশ নেবে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …