রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / খেলা / নাটোরে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে নাটোর বনাম পাবনা মুখোমুখি আগামীকাল

নাটোরে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে নাটোর বনাম পাবনা মুখোমুখি আগামীকাল

নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম লেগে নাটোর জেলা দলের মুখোমুখি হচ্ছে পাবনা। বুধবার বিকেল আড়াইটায় স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই খেলা অনুষ্ঠিত হবে।

শীতলক্ষ্যা অঞ্চলের আটটি দল অংশগ্রহণ করছে। নাটোর, পাবনা, কুষ্টিয়া, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট শীতলক্ষ্যা অঞ্চলে এই দলগুলো খেলবে। এতে প্রথম লেগে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে খেলবে নাটোর জেলা দল বনাম পাবনা জেলা দল। দ্বিতীয় লেগে নাটোর যাবে পাবনায় খেলতে। আগামী ২৪ জানুয়ারি বিকেল ৩ টায় পাবনার অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে ফিরতি লেগে মুখোমুখি হবে। পরবর্তীতে এই দুই দলের মধ্যে থেকে চ্যাম্পিয়ন দল খেলবে চাঁপাইনবাবগঞ্জ বনাম বগুড়া জেলা দলের মধ্যে বিজয়ী দলের সাথে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল জানান, বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপসহ বিভিন্ন ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরি হবে। সেই সাথে ফুটবল খেলার দর্শক আবারো মাঠমুখী হবে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …