সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / খেলা / নাটোরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের লীগ পর্বের লটারী অনুষ্ঠিত

নাটোরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের লীগ পর্বের লটারী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় নাটোর জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ নাটোর জেলা ফুটবল লীগ-২০১৯ লীগ পর্বের লটারী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থা এর সম্মেলন কক্ষে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুলের সভাপতিত্বে দলগুলোর লটারি অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনওয়ার্ড কাউন্সিলর ও ক্রীড়াবিদ ফরহাদ হোসেন সহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তাবৃন্দ। চারটি গ্রুপে মোট ১৬ টি দল লীগ পদ্ধতিতে খেলবে।এর আগে নাটোর জেলার ৩৩ টি দল বাছাইপর্বে অংশগ্রহণ করে তাদের মধ্য থেকে ১৬ টি দলকে লীগ পদ্ধতির জন্য নির্বাচন করা হয়।

গ্রুপ গুলো নিম্নরূপ: (ক) গ্রুপ- ১. স্বপন স্মৃতি সংঘ ২. খেজুরতলা ফুটবল একাদশ ৩. কলাকান্ত নগর স্পোর্টিং ক্লাব ৪. গোপীনাথপুর ফুটবল একাদশ (খ) গ্রুপ- ১. নাটোর ইয়াং সরকা ২. মাহমুদা স্পোর্টিং ক্লাব ৩. মাধনগর ফুটবল একাদশ ৪. ভোরের ডাক স্পোটিং ক্লাব (গ) গ্রুপ-১ সোনালী অতিত ক্লাব, নাটোর। ২. স্টার স্পোটিং ক্লাব ৩. চাত্রিক যুব সংঘ ৪. বুড়িদহ রংধনু স্পোটিং ক্লাব (ঘ) গ্রুপ ১. তেলকুপি ক্লাব ২. কলম ফুটবল একাডেমি ৩. বড়াইগ্রাম উপজেলা ক্রীড়া সংস্থা ৪. গৌরি পুর ফুটবল কল্যাণ সমিতি।

সবকিছু ঠিক থাকলে আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার বেলা আড়াইটা থেকে শুরু হবে লীগ পর্বের ম্যাচ। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্টিত হবে। সবগুলি খেলা স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …