নিজস্ব প্রতিবেদক, নাটোরঃ
নাটোর প্রতিনিধিনাটোরে বঙ্গবন্ধু গোল্ডকাপ বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নাটোর শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে টুর্নামেন্টের এ খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের (মেয়েদের) ফাইনাল খেলায় বাগাতিপাড়া উপজেলার সাইলকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ০৭-০০ গোলে সদর উপজেলার কাঁঠালবাড়িয়া সরকারী প্রথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের (ছেলেদের) ফাইনাল খেলায় সদর উপজেলার আওড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ০৫-০০ গোলে বড়াইগ্রাম উপজেলার দিয়ার গাড়ফা সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুলসহ ক্রীড়ামোদিরা। উল্লেখ্য এ টুর্নামেন্টে ৬ টি উপজেলার মোট ১২ টি দল অংশ নেয়।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …