বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

নাটোরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:
নানা কর্মসূচীর মধ্যে দিয়ে নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টার দিকে নাটোর শহরের কানাইখালী নাটোর প্রেসক্লাবের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে সেখানে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধান অতিথি হিসেবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্মা আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মালেক শেখ, জেলা শ্রমিক লীগ সভাপতি মঈনুল হক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসতিয়াক আহমেদ ডলার, সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অপরদিকে সকালে নাটোর শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপদপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা মীর আমিরুল ইসলাম জাহানসহ দলের নেতা কর্মীরা। এ সময় এক মিনিট নিরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …