সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বঙ্গবন্ধুর জন্মদিনে মন্দিরে মন্দিরে প্রার্থনা

নাটোরে বঙ্গবন্ধুর জন্মদিনে মন্দিরে মন্দিরে প্রার্থনা


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বঙ্গবন্ধুর জন্মদিনে মন্দিরে মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত। আজ ১৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় শ্রীশ্রী মণ মহাপ্রভু মন্দির প্রাঙ্গণে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সভাপতি ও পৌর মেয়র বা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার, ছাত্রনেতা এমরান প্রমুখ। প্রার্থনা সভার শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক এবং পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধু সহ তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের স্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বঙ্গবন্ধুর কারণেই আজকে সকল সম্প্রদায়ের লোক সুখে-শান্তিতে একসাথে বসবাস করতে পারছি। এই জাতি কখনোই তার অবদান অস্বীকার করতে পারবে না।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …