রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / Uncategorized / নাটোরে ফেন্সিডিল সহ ৪ মাদক ব্যবসায়ী আটক

নাটোরে ফেন্সিডিল সহ ৪ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ৯৭ বোতল ফেন্সিডিল সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার বারঘরিয়া গ্রাম থেকে তাদের আটক করে র‌্যাব।

আটককৃতরা হলো জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে তারেক রহমান (২০), আমির হোসেনের ছেলে জাহিদ হাসান (২০), একই উপজেলার দানেছপুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে ইনাম হোসেন (২০), কোকতারা গ্রামের আব্দুর রহমানের মেয়ে জেরিন আক্তার (১৯)।

র‌্যাব-৫ সিপিসি-২ (নাটোর) ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি রাজিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল বুধবার দুপুর আড়াইটার দিকে নাটোর সদর উপজেলার বারঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ফেনসিডিল বিক্রির সময় ৯৭ বোতল ফেন্সিডিল সহ তারেক, জাহিদ, ইনাম ও জেরিন নামে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এসময় তাদের ব্যবহৃত দু’টি মোটর সাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ওই ফেন্সিডিল বিক্রয়ের কথা জনসমক্ষে স্বীকার করে।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

১০ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ

 নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামসহ সাতটি উপজেলার ১০ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের …