সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক -পিকআপ জব্দ

নাটোরে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক -পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক: নাটোরে ফেন্সিডিল সহ মিনহাজ কাজী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার রাত একটার দিকে তাকে গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজার সামনে থেকে আম বোঝাই পিকআপের ভিতর থেকে ৪৯৬ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।এসময় পিকআপটি জব্দ করা হয়।আটক মিনহাজ মানিগঞ্জ জেলার সদরের কাজীীনগর এলাকার মৃত দারোগা আলীর ছেলে।

সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল  তার এর নেতৃত্বে সোমবার রাত একটার দিকে গুরুদাসপুর উপজেলার কাচিকাটা আত্রাই টোলপ্লাজার সামনে অভিযান পরিচালনা করে।এসময় আমবাহী একটি পিকআপে তল্লাশী করে ৪৯৬ বোতল আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল পাওয়া যায়।এসময় ১২৮০ কেজি আম-বোঝাই পিকআপসহ মিনহাজ কাজীকে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক ব্যবসায়ীদ জব্দকৃত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে বহন করছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *