রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে ফেন্সিডিলসহ ২ যুবক আটক

নাটোরে ফেন্সিডিলসহ ২ যুবক আটক


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ফেন্সিডিলসহ নাইমুল ইসলাম (২২) এবং মনিরুল হক মনির (৩৫)নামের দুই যুবককে আটক করেছে র‍্যাব। গতকাল রাত সাড়ে আটটার দিকে নাটোর সদরের একডালা এলাকা থেকে তাদের আটক করে র‍্যাব। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে তারা।

নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ২২ জুলাই শুক্রবার রাত সাড়ে আটটার দিকে র‍্যাবের একটি অপারেশন দল সদর উপজেলার একডালা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে ৪৮ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ও ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত একটি রেজিঃ বিহীন মোটর সাইকেলসহ জাপানি নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নাইমুল ইসলাম (২২) এবং মনিরুল হক মুনির (৩৫)কে হাতেনাতে আটক করে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল বিক্রি করে আসছিল। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …