সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে ফেন্সিডিলসহ ২জন আটক-ইজিবাইক জব্দ

নাটোরে ফেন্সিডিলসহ ২জন আটক-ইজিবাইক জব্দ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ১৩৯ বোতল ফেন্সিডিলসহ কাদের মোল্লা (৬৭) মানিক হোসেন (২৬) নামে ২জনকে আটক করেছে র‌্যাব। ১ডিসেম্বর মঙ্গলবার সকাল আটটার দিকে শহরের জংলি সুগার মিলস ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের ওই ফেনসিডিলসহ আটক করা হয়।

রাজশাহী জেলার বাঘা থানার মীরগঞ্জ ভানুকর চাই পাড়া এলাকার মৃত আছের মোল্লার ছেলে ও মানিক হসেন একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে। র‌্যাব-৫ সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল তার নেতৃত্বে শহরতলীর জংলী সুগার মিল ব্রীজের উপর অভিযান পরিচালনা করে। এ সময় একটি ইজিবাইকে সন্দেহ হলে সেটি থামিয়ে তল্লাশি করে এর ভেতর থেকে ১৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এসময় ইজিবাইকের যাত্রী কাদের মোল্লা এবং সুমনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ফেনসিডিল বহন ও বিক্রয়ের কথা জনসমক্ষে শিকার করে। দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …