সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নাটোরে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ফেন্সিডিলসহ ইমরান আলী (৫০) ও জালাল উদ্দিন (৬০) দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।শুক্রবার বেলা ১১ টার দিকে তাদের সদর উপজেলার সুলতানপুর গ্রামস্থ এলাকা থেকে আটক করা হয়। আটক ইমরান সদর উপজেলার চক আহম্মদপুর এলাকার মৃত খোশ মোহাম্মদের ছেলে এবং জালাল উদ্দিন রাজশাহী জেলার বাঘা উপজেলার পাকুরিয়া গ্রামের ময়নুদ্দীন বিশ্বাসের ছেলে।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একটি অপারেশন দল শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার সুলতানপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ব্যাটারী চালিত একটি ভ্যানে তল্লাশী করে ২৮ বোতল ফেন্সিডিলসহ ইমরান আলী ও জালাল উদ্দিনকে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জব্দকৃত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেছেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা রয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …