নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে ফেন্সিডিলসহ ফারুক (৩৫) নামে এক যুবক আটক করেছে র্যাব। রবিবার বেলা সোয়া একটার দিকে তাকে নাটোর রেলওয়ে স্টেশন এলাকা থেকে আটক করা হয়। আটক ফারুক সদরের চকবৈদ্যনাথ এলাকার দুলাল হোসেনের ছেলে।
র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসপি এসএম জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাব-৫ এর সদস্যরা স্টেশন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসময় ৬১ বোতল ফেনসিডিল সংরক্ষণ ও বিক্রয়ের সময় ফারুককে হাতেনাতে আটক করা হয়।
পরে আটককৃত ফারুক সংরক্ষণ ও বিক্রয়ের কথা স্বীকার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সদর থানায় হস্তান্তর করা হয় এবং জব্দকৃত ফেন্সিডিল ধ্বংস করা হয়।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …