শুক্রবার , এপ্রিল ৪ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে ফেনসিডিল ও গাঁজাসহ আটক- ৩

নাটোরে ফেনসিডিল ও গাঁজাসহ আটক- ৩


নিজস্ব প্রতিবেদক:
ফেনসিডিল ও গাঁজাসহ নাটোর থেকে তিনজনকে আটক করেছে র‌্যাব। আজ ৬ নভেম্বর রাত তিনটার দিকে নাটোর সদরের পূর্ব হাগুড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২১কেজি গাঁজা ও ১১৩ বোতল ফেন্সিডিল এবং ২টি প্রাইভেট কার জব্দ করা হয়।

আটকৃতরা হলো, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে শাহীন হোসেন ওরফে সবুজ, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ফরিদপুর ঢাখী পাড়া এলাকার হারুন উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (২৫) এবং নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রাজাপুর এলাকার মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে হৃদয় মোল্লা (২৫)।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, কতিপয় মাদকব্যবসায়ী ২টি প্রাইভেট কারে বহন করে মাদকদ্রব্যসহ বগুড়া হতে রাজশাহীর দিকে আসছে। বিষয়টি জানা মাত্রই র‌্যাবের গোয়েন্দা দল আজ ৬ নভেম্বর রবিবার রাত তিনটার দিকে নাটোর সদর উপজেলার পূর্ব হাগুরিয়াস্থ মেসার্স এফএনএ ফিলিং স্টেশনের উত্তর-পূর্ব দিকে পূর্ব হাগুরিয়া ব্রীজের উপর চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট করাকালীন বগুড়া হইতে রাজশাহীর দিকে ২টি সাদা রংয়ের প্রাইভেট কার চেকপোষ্টের সামনে আসলে সিগন্যাল দিয়ে গতিরোধ করে র‌্যাব সদস্যরা । গতিরোধ করার সঙ্গে সঙ্গে ৪ জন ব্যক্তি প্রাইভেট কার থেকে নেমে পালানোর চেষ্টা করে। এসময় অফিসার ও ফোর্সের সহায়তায় প্রাইভেটকারসহ ৩জনকে আটক করা গেলেও ১ জন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে র‌্যাব সদস্যরা প্রাইভেট কার তল্লাশি করে এরমধ্যে লুকায়িত অবস্থায় পিছনের ব্যাকডালা বক্স এর ভিতরে ২১ কেজি গাঁজা ও ১১৩ বোতল ফেন্সিডিল পায়।

র‌্যাব আরও জানায়, পলাতক অজ্ঞাতনামা ১জনসহ শাহীন হোসেন ওরফে সবুজ, আসাদুল ইসলাম এবং হৃদয় মোল্লা যোগসাজসে জব্দকৃত গাঁজাগুলো এবং ফেন্সিডিল কুমিল্লা হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পরে বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

নাটোরে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কেন্দ্রে সেবা

মিলেছে নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ঈদের ছুটিতেও নাটোরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন মা ও শিশু কল্যাণ সেবাকেন্দ্রগুলোতে …