রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে ফিরোজা রাইস মিলকে জরিমানা

নাটোরে ফিরোজা রাইস মিলকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ফিরোজা রাইস মিলকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে শহরের বিভিন্নস্থানে এই ভ্রম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

চালের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে আজ নাটোর সদরের কয়েকটি চাল কল ও গোডাউনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওনের নেতৃত্বে ভ্রম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এসময় ক্রয়-বিক্রয় রশিদ এবং মজুদের হিসাব রেজিস্ট্রার সংরক্ষণ না করায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী একটি মামলায় শহরতলীর ফিরোজা রাইস মিলের সত্বাধিকারী কেরামত আলীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া চাল ব্যবসায়ীদের অতিরিক্ত মজুদ না করা এবং সঠিক ভাবে ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং বাজার মনিটরিং কর্মকর্তা।

আরও দেখুন

নাটোরে সিংড়ায় সংখ্যালঘুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে সিংড়ায় সংখ্যালঘু নারীকে ধর্ষণ, নির্যাতন চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে …