রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ফিতরা সর্বনিম্ন ১০০ টাকা নির্ধারণ

নাটোরে ফিতরা সর্বনিম্ন ১০০ টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক:
এবারে নাটোরে ফিতরা সর্বনিম্ন ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার নাটোর শহরের মাদ্রাসা মোড় ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় ইমাম সমিতি নাটোর জেলা শাখা, নাটোর জেলা ইমাম কল্যাণ পরিষদ, নাটোর ইমাম আকিদা সংরক্ষণ পরিষদ এবং জেলার গণ্যমান্য ওলামা ও মুফতিয়ানে কেরাম গণের উদ্যোগে ফিতরা নির্ধারণ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় ইমাম সমিতি নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবুল কাশেমসহ ওলামায়ে কেরাম ফিতরা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নাটোর জেলার জন্য এবারের ফিতরা ১কেজি ৬৫০ গ্রাম আটার মূল্য প্রতি কেজি ৬০ টাকা হিসেবে ফিতরা ১০০টাকা নির্ধারন করা হয়। তবে যারা খেজুর দিতে চান তারা ৩ কেজি ৩০০ গ্রাম খেজুরের মুল্য প্রতি কেজি ৩০০/- টাকা হিসেবে ফিতরা ৯৯০/- টাকা, কিসমিস ৩ কেজি ৩০০ গ্রামের মূল্য প্রতি কেজি ৫০০/- টাকা হিসেবে ফিতরা ১,৬৫০/-টাকা, জব ৩ কেজি ৩০০ গ্রাম জবের মূল্য প্রতি কেজি ১০০/- টাকা হিসেবে ফিতরা ৩৩০/- টাকা, পনির ৩ কেজি ৩০০ গ্রাম পনিরের মুল্য প্রতি কেজি ৮০০/- টাকা হিসেবে ফিতরা ২,৬৪০/- টাকা নির্ধারণ করা হয়।

উপস্থিত সকলের ঐক্যমতে শরীয়তের বিধান অনুযায়ী নাটোরে এবার আটার মূল্য হিসাবে সর্বনিম্ন ১০০ টাকা এবং পনিরের মূল্য হিসাবে সর্বোচ্চ ২,৬৪০ টাকা জনপ্রতি ছদকাতুল ফিতর নির্ধারণ করা হয়। ফিতরা গরীব ও দুঃখী মানুষের হক যার যার অবস্থান থেকে বেশি পরিমাণ দেওয়ার মধ্যেই অধিক ফজিলত রয়েছে।
ফিতরার নিসাব ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় যার মালিকানা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সাড়ে বায়ান্ন ভরি রূপা কিম্বা এর সমমূল্য স¤পদ বা নগদ অর্থ যা বর্তমান বাজার মূল্য হিসেবে (রূপা প্রতি ভরি ১,৪০০/- টাকা হারে ৭৩,৫০০/- টাকা থাকে, তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। ওই পরিমান মাল বা টাকা এক বছর অতিবাহিত হলে তার উপর যাকাত ওয়াজিব হবে।
এসময় কান্দিভিটা জামে মসজিদের খতিব, হাফেজ মাওঃ মোঃ গোলাম মোস্তফা, আলাইপুর জামে মসজিদের খতিব মাও.মোঃ মফিজুর রহমান, মসজিদুল মোকাররক জামে মসজিদের খতিব মুফতি মাওঃ মোঃ জহুরুল ইসলাম, নিচাবাজার বড় জামে মসজিদের খতিব মুফতি আবু মুসা, সদর হাসপাতার জামে মসজিদের খতিব আব্দুল মান্নান, কান্দিভিটা জামিয়া নুরিয়া মাদ্রাসার প্রধান মুফতি আরিফুল ইসলাম, নাটোর ইমাম কল্যাণ পরিষদ এর সভাপতি হাফেজ মাওঃ মোঃ আবুল হুসাইন, নাটোর সুগার মিলস জামে মসজিদের খতিব মোঃ মিজানুর রহমান, পটুয়াপাড়া জামে মসজিদের খতিব মাসউদুর রহমান, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মিজানুর রহমান, নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল হাকিম, গাড়ীখানা জামে মসজিদের খতিব হোসাইন আহমেদ, চাঁদপুর কওমী মাদ্রাসার মুহতামিম মোঃ মাহমুদুল হাসান, বিটিভি ও দৈনিক ঢাকা টাইমস পত্রিকার সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, নাটোর জেলার ইমাম কল্যাণ পরিষদের সাধরণ সম্পাদক মাহবুবুর রহমান এবং নাটোর ইমান আকিদা সংরক্ষন কমিটির সাধারন সম্পাদক খবির উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …