সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

নাটোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ
সচেতনতা, প্রশিক্ষণ ও প্রস্তুতি দৃুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়’এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। এ উপলক্ষে আজ বুধবার বেলা ১১ টার দিকে নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস চত্বরে এ সপ্তাহের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

ফায়ার সার্ভিস সদস্যদের অগ্নি নির্বাপনের মহড়া প্রদর্শন

পরে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি,নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান সহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নি নির্বাপনের মহড়া প্রদর্শন করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …