নিজস্ব প্রতিবেদকঃ
‘পূর্ণ মনুষ্যত্ব হয় যদি জীবনের ধ্রুবতারা,তুমি তবে ছিলে ওই তারার পথের স্বপ্ন ধারা’ মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল পথচলা সৈনিক এড: অনাদি কুমার বসাক এর প্রয়াণে শোক সভা অনুষ্ঠিত। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
ইঙ্গিত থিয়েটারের আয়োজনে অ্যাডভোকেট সুখময় রায় বিপ্লব সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সভাপতি ও পৌর মেয়র উমামা চৌধুরী জলি। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুল হক নবী বর্তমান সহ-সভাপতি অ্যাডভোকেট প্রসাদ তালুকদার সদস্য এডভোকেট খগেন্দ্রনাথ রায় প্রমূখ।
সভার শুরুতেই এডভোকেট অনাদি বসাকের আত্মার শান্তি কামনা করে মোমবাতি প্রজ্জ্বলন করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে বক্তাগণ অ্যাডভোকেট অনাদি বসাকের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ও তার রাজনৈতিক জীবন এর উপরে আলোচনা করেন।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …