বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

নাটোরে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক:নাটোরে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শফিকুল ইসলাম শিমুল ও শহিদুল ইসলাম বকুলসহ  অন্যান্যে প্রাথীদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।  আজ বৃহস্পতিবার দলীয় নেতা কর্মিদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার আবু নাছের ভূঞা’র হাতে নাটোর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শিমুল মনোনয়ন পত্র জমা দেন। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমাদান শেষে শফিকুল ইসলাম শিমুল বলেন, আমি নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। দলমত-নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য কাজ করবো। অপরদিকে নাটোর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বকুল জেলার বাগাতিপাড়া উপজেলা সহকারী রিটানিং অফিসার নীলুফা সরকার এর কাছে মনোনয়ন পত্র জমা দেন।  এ পর্যন্ত জেলার মোট ৪টি আসনে ৪১জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। নাটোর-০১ লালপুর-বাগাতিপাড়া) আসনে-১৫ জন, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে- ৭ জন, নাটোর-০৩ (সিংড়া) আসনে- ১১জন ও নাটোর-৪ (বড়াইগ্রাম- গুরুদাসপুর) আসনে ৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আরও দেখুন

নাটোরের লালপুরে মসজিদে ‘জয় বাংলা’ কাণ্ডে সেই সাইনবোর্ড দান করা ব্যক্তিকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক লালপুর……………………… নাটোরের লালপুর উপজেলায় একটি মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানসহ বার্তা প্রদর্শিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *