রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে প্রান্তিক চাষীদের মাঝে পাট বীজ বিতরণ

নাটোরে প্রান্তিক চাষীদের মাঝে পাট বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে প্রান্তিক চাষীদের মাঝে পাট বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ১৫০জন কৃষকের মাঝে এই বিনামূল্যে পাটের বীজ প্রদান করা হয়। দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এই পাট বীজ কৃষকদের মাঝে নিজ হাতে বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় তার সঙ্গে ছিলেন দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ওমর শরীফ চৌহান। পাট বীজ বিতরণ কালে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন আমার নির্বাচনী এলাকার সবগুলি ইউনিয়নে এই পাট বীজ বিনামুল্যে কৃষকদের হাতে তুলে দেওয়া হবে। উল্লেখ্য সরকার বিনামূল্যে পাট বীজ এর পাশাপাশি 5% হারে পঞ্চাশ হাজার কোটি টাকা কৃষি প্রণোদনা ঘোষণা করেছেন। কৃষকরা যাতে এই সময়ে সুষ্ঠুভাবে তাদের উৎপাদন চালিয়ে যেতে পারে সে জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেন।

আরও দেখুন

নাটোরে আইনজীবীর উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর জেলা আইনজীবী সমিতির আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়ার …