রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে প্রাথমিক বিদ্যালয়ের সাথে রুম টু রিডের কর্মশালা অনুষ্ঠিত

নাটোরে প্রাথমিক বিদ্যালয়ের সাথে রুম টু রিডের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর জেলার গুরুদাসপুর ও নলডাঙ্গা উপজেলার ৫০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ৪ বছর মেয়াদী সংস্থা কর্তৃক গৃহিত ও বাস্তবায়িত সাক্ষরতা কর্মসূচীর সমাপনী ও স্থায়ীত্বকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের কানাইখালীস্থ সাহারা প্লাজায় এই কর্মশালার আয়োজন করে সংস্থাটির নাটোর ফিল্ড অফিস। ২০১৬ সাল থেকে ওই দুই উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে রুম টু রিড।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে.এম আনোয়ার হোসেন ও বিশ্বজিৎ কুমার সাহা, উপজেলা শিক্ষা অফিসার নলডাঙ্গার মোস্তাফিজুর রহমান তালুকদার এবং গুরুদাসপুরের এসএম রফিকুল ইসলাম ও রিসোর্স ইন্সট্রাক্টর আব্দুল গফুর প্রমূখ বক্তব্য রাখেন।

কর্মশালায় সংস্থার ফিল্ড ম্যানেজার জয়নাল আবেদিন ওই দুই উপজেলার ৫০ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের মধ্যে কর্মসূচি হস্তান্তর ও দীর্ঘস্থায়ী পরিকল্পনা জন্য চলমান ও ভবিষ্যত কার্যক্রম উপস্থাপন করেন। এ সময় অন্যদের মধ্যে সহকারি উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। প্রোগ্রাম অফিসার হাবিবা খাতুন কর্মশালাটি সঞ্চালনা করেন।

উল্লেখ্য, চার বছর মেয়াদী কর্মসূচি শেষে রুম টু রিডের চলমান সহযোগিতা সমাপ্তকরণ ও পরবর্তি দীর্ঘস্থায়ী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।

আরও দেখুন

নাটোরে আইনজীবীর উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর জেলা আইনজীবী সমিতির আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়ার …