নিজস্ব প্রতিবেদক,নাটোর প্রতিনিধি লালপুরে সড়ক দুর্ঘটনায় রেহেনা খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২২জুন২০২৪) বেলা সাড়ে ১২টার সময় তিলকপুর দুলাল সরকারের পুরাতন বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী উপজেলার তিলকপুর গ্রামের আনছার আলীর স্ত্রীর। স্থানীয় সূত্রে জানা যায় রেহেনা খাতুন রাস্তার বিপরীতের দোকান থেকে বাড়ি আসার পথে রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে পাবনা গামী একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় প্রাইভেট কার এবং এর চালক এম এ হান্নানকে আটক করেছে লালপুর থানা পুলিশ
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …