সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরে প্রয়াত অধ্যাপক কুদ্দুস এঁর আত্মার শান্তি কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

নাটোরে প্রয়াত অধ্যাপক কুদ্দুস এঁর আত্মার শান্তি কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

নাটোর জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি, নাটোর -৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক সফল মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রী, অসাম্প্রদায়িক চেতনার ধারক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের প্রয়াণে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় নাটোরের নিচাবাজারস্থ শ্রী শ্রী মন মহাপ্রভু মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় এই বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলির নেতৃত্বে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও মন্দিরে কীর্তন এবং প্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য গত সোমবার ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বর্ষিয়ান নেতা ও সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ তিনদিনের শোক পালনের জন্য মন্দির ও মসজিদ গুলোতে প্রার্থনা এবং বিশেষ দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …