নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে ভেল্লাবাড়ীয়া আঃ ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের অপসারণ, নিয়মতান্ত্রিক ও সুষ্ঠভাবে নতুন ম্যানেজিং কমিটির দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল লতিফ মাস্টার, অভিভাবক মোঃ হাফিজুর রহমান, শামীম আহমেদ প্রমূখ। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক আসার পরে ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতির সাথে যোগসাজেশে নানা অনিয়ম ও দূর্নীতি করেছেন। এছাড়া নিয়ম বহির্ভূত কমিটি করা হয়েছে। যার কারনে প্রতিষ্ঠানটি নানাভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় বক্তারা প্রধান শিক্ষকের অপসারণ ও পুনরায় কমিটি গঠনের দাবি জানান।
অভিযুক্ত প্রধান শিক্ষক এনামুল হক জানান, আমার বিরদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। বাইরে থেকে লোক ভাড়া করে মানববন্ধন করা হয়েছে। অন্যদিকে নিয়ম মেনেই কমিটি করা হয়েছে। অদূর ভবিষ্যতে বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে এমন বিষয়কে সামনে রেখেই একটি চক্র বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …