সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে প্রধান ডাকঘরের নির্মাণ কাজ শুরু

নাটোরে প্রধান ডাকঘরের নির্মাণ কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক:
আট কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নাটোরে জেলার প্রধান ডাকঘরের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে বারোটায় শহরের কান্দিভিটা এলাকায় ডাকঘর ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এ সময় সংসদ সদস্য শিমুল বলেন, জনগনের দোর গোড়ায় কাংখিত সেবা পৌঁছে দিতে জনকল্যাণমুখী বর্তমান সরকার বদ্ধপরিকর। ডাকঘরের নতুন ভবন নির্মাণ কাজ শেষ হলে সেবা গ্রহীতারা আরো দ্রুততম সময়ে সেবা গ্রহনে সক্ষম হবেন। ডাক বিভাগের আধুনিকায়নসহ সেবার পরিধি বাড়াতেও সরকার কাজ করে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ডেপুটি পোষ্টমাস্টার জেনারেল মোহাম্মদ ওয়াহিদউজ্জামান, নাটোর প্রধান ডাকঘরের পোষ্ট মাষ্টার সোহেলী সুলতানা, নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, উপদপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম।

রাজশাহী বিভাগীয় ডেপুটি পোষ্টমাস্টার জেনারেল মোহাম্মদ ওয়াহিদউজ্জামান জানান, ডাক অধিদপ্তরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৮ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নাটোর প্রধান ডাকঘরের ছয়তলা ভিত বিশিষ্ট তিনতলা ভবন নির্মাণ করা হচ্ছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …