নিজস্ব প্রতিবেদক
নাটোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সকাল দশটার দিকে নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ অডিটোরিয়ামে এই জন্মদিন উদযাপন করা হয়।
জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কেক কাটেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এছাড়াও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ সহ-সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মো আলী বাবলু সাংগঠনিক সম্পাদক এডভোকেট মালেক শেখ দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস পৌর আওয়ামী লীগের সভাপতি অপূর্ব চক্রবর্তী সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষকলীগ মহিলা আওয়ামী লীগ এর নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
কেক কাটা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি দোয়া পরিচালনা করা হয়। এর পরে এক আলোচনায় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার জীবনাদর্শ নিয়ে আলোচনা করা হয় এবং সবাইকে আহ্বান জানানো হয় বঙ্গবন্ধুর আদর্শের উদ্বুদ্ধ হয়ে দেশের কাজে এগিয়ে আসার জন্য।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …