শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে প্রথম দিনেই করোনা টিকা গ্রহন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

নাটোরে প্রথম দিনেই করোনা টিকা গ্রহন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে কোভিড-১৯ এর টিকা গ্রহন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। রোববার সকাল পনে ১১টায় নাটোর সদর হাসপাতালে করোনা টিকা দান কার্যক্রম শুরু হয়। প্রথম দিনেই জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ টিকা গ্রহণ করেন।

টিকা গ্রহন শেষে জেলা প্রশাসক জানান, টিকা গ্রহনের বেশ কিছু সময় পার হয়েছে। কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। যারা টিকা গ্রহন করতে ইচ্ছুক তারা সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে এটি গ্রহনের জন্য আহ্বান জানাচ্ছি।

এ সময় নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম উপস্থিত থেকে টিকা গ্রহিতাদের উৎসাহ দেন। তবে তিনি নিজে টিকা গ্রহণ করেননি। তিনি অন্যান্য সাংসদদের সাথে ঢাকায় টিকা দেবেন বলে জানান।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …