রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে প্রতি বছরের ন্যায় এবারো অনুষ্ঠিত হলো বাউল আসর

নাটোরে প্রতি বছরের ন্যায় এবারো অনুষ্ঠিত হলো বাউল আসর

নিজস্ব প্রতিবেদক
নাটোর শহরের হাজরা নাটোরে বাউল কার্তিক উদাসের বাড়ীতে বাউল বাতায়নে বাউল সংগীতের আসর বাউলিয়ানা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাউল বাতায়নে সঙ্গীত শুরু হয়ে চলে সারা রাত। ভোলামন বাউল সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে বিভিন্ন বাউল সংগঠনের শিল্পী ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন বাউলশিল্পী আখের আলী,বেতারশিল্পী আলাউদ্দিন, শিশু শিল্পী শান্তা, দীবা, কার্তিক উদাস, সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সৈয়দ মাসুম রেজা, নাটোর লালন একাডেমির সংগঠনের সভাপতি খোকা,সাধারণ সম্পাদক আশরাফ ভোলামন বাউল সংগঠনের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম বাচ্চু প্রমুখ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ  অধ্যাপক সুবীধ মৈত্র অলক, সংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম নান্টু প্রমুখ । ভোলামন বাউল সংগঠনের পক্ষ থেকে বিশিষ্টজনদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *