নিজস্ব প্রতিবেদক:নাটোরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসবের সমাপ্তি হয়েছে। আজ সোমবার সকালে পূজা-অর্চনা,অঞ্জলী,দর্পণ বিসর্জন আর সিঁদুর খেলার মধ্য দিয়ে ৫দিনের শারদীয় দূর্গা পূজার দশমী পূজা সম্পন্ন হয়। আর এর মাধ্যমে শারদীয় দূর্গোৎসবের আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটে। বিকেল ৩ টার দিকে সকল মন্দির থেকে ট্রাকে করে প্রতিমা তুলে বিসর্জন স্থল নাটোর রাণীভবানী রাজবাড়ির বাহিরের জয়কালী দিঘিতে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয়। এবার করোনা সংক্রমণ এড়াতে প্রতিমা নিয়ে শোভাযাত্রা না করার কথা থাকায় শুধুমাত্র ঢাকের বাদ্য বাজিয়ে ভ্যানও মিনি ট্রাকে প্রতিমাগুলো নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়। শহরের অধিকাংশ প্রতিমা সন্ধ্যা ৬ টার আগেই বিসর্জন হয়ে যায়। ভক্তবৃন্দ বিষন্ন মনে করোনামুক্ত বিশ্ব প্রাপ্তির আশায় মায়ের শেষ বিদায়ের সময় প্রার্থনা জানায়। দুর্গতিনাশিনী মাকে বিদায় দিয়ে বিষন্ন মনে ঘরে ফিরবে সবাই। মিলিত হবে আত্মীয় স্বজনের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …