নিজস্ব প্রতিবেদক:
জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে এসব উপকরণ হস্তান্তর করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
এ সময় জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা এখন মানসিক প্রশান্তি নিয়ে জীবন যাপন করেন। কারন বর্তমান প্রতিবন্ধী-বান্ধব সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যে শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থান সুবিধা নিশ্চিত করেছে। তাঁরা দেশের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত।
জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস জানান, সমাজ কল্যাণ মন্ত্রণায়লয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন জেলার জন্যে ৩৯টি হুইল চেয়ার এবং ১০টি হেয়ারিং এইড বরাদ্দ দিয়েছে। সকল উপজেলা পর্যায়ে এসব উপকরণ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকবৃন্দ ছাড়াও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপী কনসালটেন্ট ডাঃ নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …