নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ক্রীড়া অধিদপ্তরের চলতি ২০২১-২০২২ আর্থিক সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নাটোরে অনূর্ধ্ব-১৬ অটিস্টিক বালক-বালিকাদের (বুদ্ধি প্রতিবন্ধী ছাত্র ছাত্রী) প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পুরাতন মাঠে বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক স্কুল ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ খালিদ হাসান। নাটোর জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আখতার হোসেন, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিটিভির সাংবাদিক জালাল উদ্দিন সহ সরকারী কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …