নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে প্রচারণাকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ 

নাটোরে প্রচারণাকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ 

নিজস্ব প্রতিবেদক:

নাটোর সদর উপজেলার প্রতিদ্বন্দ্বী ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২ জন আহত হয়েছে। আজ ৩ মে শুক্রবার দুপুরে নাটোর সদরের জংলী বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আসন্ন নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান এবং অপর চেয়ারম্যান পদপ্রার্থী ও নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম এর নির্বাচন কেন্দ্রিক প্রচারণা কালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুল ইসলাম রমজান এর সমর্থক জংলি এলাকার আলাউদ্দিনের ছেলে আজগর আলী (৩৮) জংলী বাজারে সাধারণ মানুষের মাঝে প্রচারণা চালাচ্ছিল।

এসময়ে অপর চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজুল ইসলাম মাসুম সমর্থক একই এলাকার আলী হোসেনের ছেলে রানা (৩২) সহ ০৫/০৭ জন ব্যক্তি  তাদেরকে বাধা দিলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে মারামারি সংঘটিত হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট নাটোর সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনায় আহত অবস্থায় রানা ও আজগর দুজনেই আহত অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার ভর্তি করা হয়। পরবর্তীতে আজগর আলী প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেলেও রানা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আরও দেখুন

রাজনৈতিক কর্মী হিসেবে আওয়ামী লীগ আমাদের স্থায়ী ঠিকানা -পলক

নিজস্ব প্রতিবেদক: নাটোর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, …